জেলার ভূমিকা হলো সম্প্রসারণ কার্যক্রমের পরিকল্পনা,বাস্তবায়ন,পরিবীক্ষণ ও মূল্যায়ন ক্ষেত্রে উপজেলাকে কারিগরি ও ব্যবস্থাপনা সহায়তা প্রদান।এটাই হচ্ছে সবোচ্চ পর্যায় যেখানে বিস্তারিত সম্প্রসারণ পরিকল্পনা গৃহীত হয়। জেলা সম্প্রসারণ অফিসের বিকেন্দ্রীকৃত কার্যক্রম ও দায়িত্বাবলী নিম্নে প্রদত্ত হলোঃ
* মৌসুমী কর্মকান্ড বার্ষিক সম্প্রসারণ কর্মসূচী পর্যালোচনা করার জন্য ডিইপিসি সভার আয়োজন
ও পরিচালনা করা ;
* কৃষি কারিগরি কমিটি থেকে কারিগরি বৈধতা নেয়ার জন্য সকল উপজেলা ও জেলা পরিকল্পনা
অতিঃ পরিচালক (অঞ্চল) এর নিকট প্রেরণ করা ;
* জেলার অধীন সকল উপজেলা পরিকল্পনার বাসত্মবায়ন তদারকি করা। এজন্যে কারিগরি
সহযোগিতা প্রদানের জন্য বিভিন্ন সম্প্রসারণ ইভেন্ট পরিদর্শন করা ;
* সকল স্টাফের প্রশিক্ষণ চাহিদা নিরূপণ তদারক করা এবং জেলা পর্যায়ের জন্য প্রশিক্ষণ
প্রসত্মাব তৈরী করা ;
* প্রয়োজনে উপজেলা পর্যায়ের প্রশিক্ষণে সহায়তা প্রদান করা ;
* জেলায় উপজেলা কৃষি কর্মকর্তাদের মাসিক সভার ব্যবস্থা করা এবং সমস্যার সমাধান,অগ্রগতি
ও সম্প্রসারন কর্মকান্ড আলোচনা করা ;
* সকল জেলা স্টাফ ও উপজেলা অফিসারদের জন্য একটি প্রশিক্ষণ রেকর্ড সংরক্ষণ করা ;
* জেলা সদর দপ্তরের কর্মরত সকল স্টাফের রেকর্ড সংরক্ষণ করা ;
* প্রশিক্ষণ উইং এর নির্দেশমত স্টাফদের জেলার বাইরে ট্রেনিংএ যাওয়ার অনুমতি প্রদান করা ;
* জেলার মধ্যে ডিএই-এনজিও অংশীদারিত্ব মূলক কর্মকান্ড পরিবীক্ষণ করা এবং উপজেলা ও
জেলা স্টাফদের মধ্যে ডিএই/ এনজিও যৌথ কর্মকান্ডের বিকাশ ঘটানো ;
* সেমস সমন্বয় ও সুসংহত করা ;
* জেলায় মানব সম্পদের ফলপ্রসূ ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তাদের কর্ম সম্পাদন ও কর্ম
ব্যবস্থাপনা যাচাই করা ;
* অনুমোদিত বাজেট সীমার মধ্যে জেলার ব্যয় নিয়ন্ত্রন করা । সদর দপ্তরের প্রশাসন ও
পরিকল্পনা উইং এর নিকট সময়মত মাসিক হিসেবের বিবরণী প্রেরণ করা ;
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস